
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রবল বর্ষণের অপেক্ষায় দক্ষিণবঙ্গ। এবার দক্ষিণের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। কী বলছে আবহাওয়া দপ্তর? কবে তুমুল ঝড়-বৃষ্টি হবে জেলায় জেলায়?
শুক্রবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। শুক্রবার তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হলেও দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পরিমাণ থাকবে তুলনামূলক বেশি। রবি-সোমেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে।
বৃষ্টিপাত হলেও, শহর কলকাতার তাপমাত্রা শুক্রবার স্বাভাবিকের থেকে ২.৫ডিগ্রি বেশি। হাওয়া অফিসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত ধাপায়- ২৬ মিমি, তপসিয়ায়- ৩১ মিমি, উল্টোডাঙ্গায়- ৪৫ মিমি, মানিকতলায়- ৪৭ মিমি, দত্তবাগানে- ৫৩ মিমি, বীরপাড়ায়- ৫৭ মিমি, মার্কাস স্ট্রিটে- ৩৯ মিমি, বালিগঞ্জে- ৭৮ মিমি, কালীঘাটে- ৩৬ মিমি, চেতলা লক গেটে- ৩৬ মিমি, পাটুলিতে- ৪১ মিমি, গার্ডেনরিচে- ৩৬ মিমি, জোকায়- ২৭ মিমি, ঠনঠনিয়ায়- ৪৩.৬ মিমি বৃষ্টি হয়েছে।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে স্বাভাবিকের চেয়ে কম। তবে তার পরের ২সপ্তাহে বাড়বে বৃষ্টির পরিমাণ। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে তেমনটাই।
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের